ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

পটুয়াখালীতে খেলাঘরের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীতে খেলাঘরের জেলা সম্মেলন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জঙ্গিবাদ ও শিশু নির্যাতন মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খেলাঘর পটুয়াখালীর তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকা‌লে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন চত্ব‌রে প্রফেসর জাফর আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী।

সম্মেলনে আহ্বায়ক নাসরিন মোজাম্মেল এমাসহ খেলাঘরের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় খেলাঘরের শিশু বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, সারাদেশে দেশ বিরোধী অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। এদের কঠোর হস্তে দমন করতে হবে। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের একযোগে কাজ করতে হবে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন