রমজানে প্রকাশ্যে ধূমপান নিষেধ করায় প্রবাসীকে পিটিয়ে আহত


রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে ধূমপানে নিষেধ করায় প্রবাসীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় ছুটিতে দেশে আসা কুয়েত প্রবাসী নাজমুল হাওলাদারকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার মাগুরা মাদ্রাসা বাজারে।
মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী নাজমুল বলেন, সোমবার দুপুরে তিনি ওই বাজারে বসে প্রকাশ্যে ধূমপান করছিলেন স্থানীয় মোহাম্মদ হাওলাদার। এ সময় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে তাকে (মোহাম্মদ) প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ হাওলাদার আকস্মিকভাবে তার (নাজমুল) ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর
