ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

দৌলতখানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন 

দৌলতখানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন " এ শ্লোগানে  ভোলার দৌলতখানে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উদ্বোধন  করা হয়েছে।  

রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটরিয়ামে উপজেলা মৎস্যবিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ'র  উদ্বোধন করেন,  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। 

দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্যাহ, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলমখান, হাজিপুর  ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের নেতা সাফিজল মিয়া, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, মৎস্যজীবি সমিতির  নেতা আবুল কাশেম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,  সিনিয়র দৌলতখান উপজেলা  মৎস্য  অফিসার মাহফুজুল হাসনাইন। এসময় উপজেলা  দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, মৎস্যজীবি সমিতির নেতা আঃ মন্নান, জামাল মেম্বারসহ স্থানীয়  জেলেরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দৌলতখান পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে অডিটরিয়ামের  সামনে এসে শেষ হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন