ঢাকা সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
  • পিরোজপুর জেলা কারাগার নয় যেন সংশোধনাগার

    পিরোজপুর জেলা কারাগার নয় যেন সংশোধনাগার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার কাউখালী থানার গ্রামের কিবরিয়া এন আই এ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আট মাস কারা ভোগ করেছেন। আদালতে বিচারকালে কারাদন্ড শুনে ভয়ে বিমর্ষ হয়েছিলেন। দীর্ঘ আট মাস কারাভোগের অভিজ্ঞতার পর আবেগাপ্লুত হয়ে প্রতিবেদকের কাছে এ বর্ণনা করেন। কারাবাস কালের নানা অভিজ্ঞতার বিবরণ দিয়ে কিবরিয়া বলেন, কারাগার শুধু থালাবাটি কম্বলের সমাহার নয়। সেখানে বন্দিদের উৎপাদন মুখী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। কিবরিয়া বলেন, কারাগারে অলস সময় না কাটিয়ে তিনি মাছচাষের প্রশিক্ষণ নিয়েছেন। 

    শুধ‍ু তিনি নয় প্রায় শতাধিক বন্দি মাছচাষের প্রশিক্ষণ নিচ্ছেন। পুকুর বা জলাশয় না থাকলেও বন্দিরা কারাগার থেকে মুক্ত হয়ে যাতে বাড়িতে মাছ চাষ করতে পারে, তাই এই প্রশিক্ষণের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। 

    জানাযায়, পিরোজপুর কারাগারে ক্ষতিকর খাবার বর্জনকরে স্বাস্থসম্মত মাছের চাষ করা যায় সেই প্রশিক্ষণ দিচ্ছেন। কারাগার কর্তৃপক্ষ গৃহাঙ্গণে মাছের চাষসহ ভার্মিকম্পোস্ট তৈরি, কুইক কম্পোস্ট তৈরি, মাশরুমচাষ, পোষাক তৈরি, নকশীকাঁথা তৈরিসহ অন্যান্য শাখায় শতাধিক বন্দী প্রশিক্ষণ দিচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে বন্দিদের এ সকল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

    প্রশিক্ষণ কেন্দ্রে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি করে লভ্যাংশ বন্দিদের দেওয়া হয়। কারাগারে রয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আটক জাকির জামিনে মুক্তি পেয়ে এখন পিরোজপুর শহরে অটোচালিয়ে উপার্জন করছেন।  

    কারাগার থেকে মুক্ত জীবনে এসে অনেকে এখন মাদকমুক্ত জীবন যাপন করছেন। কিবরিয়া নামে একজন জানান, শুধু আমিই না। আমার মত পিরোজপুর সদরের মিলন, নাজিরপুরের রফিক এবং মঠাবাড়িয়াসহ বিভিন্ন উপজেলার বন্দিমুক্ত অনেকেই জেল থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন, তা বাস্তবজীবনে কাজে লাগিয়ে একদিকে আর্থিক ভাবে লাভবান হয়েছেন এবং পাশাপাশি মাদকবিরোধী প্রচারণাও করছেন তারা। 

    পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুরর হমান বলেন, যারা জেলে আসেন তাদের অনেকের মধ্যে অনেক সম্ভাবনা থাকে। হয়তো তারা তাদের এই সম্ভাবনাকে অনেকাংশে কাজে লাগাতে পারেনা। যারা সাজা খেটে বের হবেন তাদের অলস সময় কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে পাওে, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করি। 
          
    পিরোজপুর জেল সুপার দেব দুলাল কর্মকার বলেন, কারাগারকে সংশোধনাগারে রুপান্তরের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে বন্দিদের আত্মনির্ভরশীল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ