হিরো আলমের ওপর হামলা, জাতিসংঘের উদ্বেগ


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়া নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত।
গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো জায়গা নেই। বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় তাকে।
আরজেএন
