মঠবাড়িয়ায় লকডাউন কার্যকরে প্রশাসনের কঠোর নজরদারি

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন কার্যকর করতে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন জনসচেতনতা বাড়াতে কঠোর নজরদারি করছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ড এর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরে তদারকি ও জন সচেতনতা মূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় স্বাস্থবিধি না মানায় ৩ দোকানীকে ৪‘শ টাকা জরিমানা করেন। এ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ড নিজেও সচেতনতার জন্য মাইকিং করেন।
আবদুস সালাম আজাদী / এমবি