ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মার্কিন দূতাবাস যেন রাজনৈতিক দলের কার্যালয়: মেনন

মার্কিন দূতাবাস যেন রাজনৈতিক দলের কার্যালয়: মেনন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মার্কিন দূতাবাস যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার (২১ অক্টোবর) ‘মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সেমিনারের আয়োজন করে গণতন্ত্রী পার্টি। রাশেদ খান মেনন বলেন, আমেরিকার ভাব দেখে মনে হয় তারাই যেন গণতন্ত্রের ধারক-বাহক।  মার্কিন দূতাবাস যেন কোনো রাজনৈতিক দলের অফিস।  সেখান থেকেই মনে হয় আসে কোথায় কি করবে। আমাদের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ভিসানীতি প্রয়োগ করা হয়েছে। সুতরাং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার মোকাবিলা করতে হবে।

আমেরিকা নিজেদের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ফ্রান্সের নির্বাচন নিয়ে একজন প্রাক্তন রাষ্ট্রপতিকে মামলার দ্বারস্থ হতে হয়েছে।  বর্তমান রাষ্ট্রপতির এক ছেলেকে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়েছে।  অথচ আমাদের দেশে নির্বাচন নিয়ে আমেরিকা এমন ভাব করছে, মনে হচ্ছে তারা যেন পুতঃপবিত্র।

বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রের যে ধারা সেটিতে কিছু ত্রুটি রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, কিছু ভুল-ভ্রান্তি রয়েছে।  বৈষম্য ও অনাচার রয়েছে। তারপরেও আমি বলব, আমাদের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে।

গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউল করিম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন