ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক আল আমিন সাগর 

    বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক আল আমিন সাগর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালে কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন ‘বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র ২০২৩-২৪ মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন খান মনিরুজ্জামান (সমকাল) ও আল আমিন সাগর (মতবাদ) সাধারন সম্পাদক হয়েছেন। সদস্যদের সর্বসম্মতিতে ৩৩ সদস্যের কমিটি গঠিত হয়। 

    কমিটি গঠন উপলক্ষে গত বুধবার নগরীর ইউরো কনভেশন হলে ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। 

    কমিটির অপররা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম (আজকের বরিশাল), সহ-সভাপতি রেদওয়ান রানা (আজকের বার্তা), সুমন হাসান (দখিনের মুখ-সময়), লিটন আকন (বরিশালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (বিপ্লবী বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ইমরান (কলমের কণ্ঠ), নাদিম মাহমুদ (বরিশালের কথা), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাতুল (বরিশাল অঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মিল্টন কবিরাজ (প্রথম সকাল), দপ্তর সম্পাদক পাভেল (দক্ষিণের মুখ ), সহ-দপ্তর সম্পাদক জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), ক্রীড়া সম্পাদক নাইম হোসেন (আমাদের বরিশাল), অর্থ সম্পাদক এন আমিন রাসেল (ভোরের আলো), সহ-ক্রীড়া সম্পাদক এম. টিটু (দখিনের কণ্ঠ), প্রচার সম্পাদক নাছির উদ্দিন (দখিনের মুখ), সহ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহাগ (ভোরের অঙ্গীকার), সহ-অর্থ সম্পাদক উজ্জ্বল মুন্সি (দেশ জনপদ), সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম (হিরন্ময়), সহ-সাংস্কৃতিক সম্পাদক আকিবুল ইসলাম আকিব (বরিশালের কাগজ), তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন (তারুন্যের বার্তা), সহ-তথ্য ও গবেষণা সম্পাদক  সুজন (বাংলার বনে), শিক্ষা ও আইসিটি সম্পাদক আব্দুর রহমান (সংবাদ সকাল), কার্যকারী সদস্য শাকিউজ্জামান মিলন (আজকাল), কামরুজ্জামান জুয়েল রানা (মতবাদ), সদস্য খান রাসেল (মতবাদ), অলিউল ইসলাম (সত্য সংবাদ), ঝান্টি শাকিব (২৪ ঘণ্টা বরিশাল), সাধারণ সদস্য সজল (দৈনিক বরিশাল সময়), শামিম (দৈনিক হিরন্ময়), অমল দাস (সাহসী বার্তা/জিটিভি)।

    নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সংবাদকর্মীদের জন্য মানহানিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ