ভোলায় জাটকা রক্ষায় ৮ মাসের অভিযান শুরু


ইলিশের প্রধান প্রজনন মৌসুম 'মা' ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। গতকাল রোববার সকাল থেকে দিনভর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে চলতি নভেম্বর মাসের ১ তারিখ থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নদী ও সাগরে এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এই আট মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে কঠোর থাকবে কোস্টগার্ড।
অভিযান সফল করার লক্ষ্যে কোস্টগার্ড দক্ষিণ জোন বিভিন্ন মাছ ঘাট, মৎস্য অবতরণ কেন্দ্র, জেলেপাড়াসহ নদীতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদেরকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও নানা পরামর্শ প্রদান করেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) এইচ.এম.এম হারুন-অর-রশিদ জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নভেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত সর্বমোট আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে ভোলার সাত উপজেলায় স্থায়ী ৫টি সহ অস্থায়ী আরো একটি বিশেষ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।
এইচকেআর
