নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান


নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার সৌজন্যে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড তেগাছিয়া এলাকার জনদুর্ভোগ প্রতিরোধে জনসাধারণের চলাচলের সুবিধা করার লক্ষ্যে কাঁচা রাস্তা মেরামতের জন্য রাস্তায় বালু ফেলা হয়েছে।
জনতার স্বপ্ন যার চোখে, উন্নয়ন বয় তার প্রত্যেক শ্বাসে এই শ্লোগানে শুক্রবার সকালে নাগরিক উন্নয়ন ফোরামের স্থানীয় প্রধান সমন্বয়কারী সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায় কাঁচা রাস্তায় বালু ফেলেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলীগৌরনগর ইউনিয়ন সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মাস্টার, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধলীগৌরনগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড তেগাছিয়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়।
কাদামাটি ও কাঁদা উপেক্ষা করে প্রয়োজনে তাদের যেতে হয়। বিশেষ করে জরুরী রোগী নিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। আমরা বিষয়টি নাগরিক উন্নয়ন ফোরামের লালমোহন তজুমদ্দিনের চেয়ারম্যানকে জানালে তিনি দ্রুত সংস্কারের জন্য বালুর ব্যবস্থা করেছেন। রাস্তাটি মেরামত হওয়ায় এলাকাবাসী নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এইচকেআর
