ঢাকা থেকে কক্সবাজার রেলের ভাড়া ১২৫ থেকে ১৭২৫ টাকা


আগামী এক ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে ঢাকা-কক্সবাজার রেল চলাচল। এদিকে সদ্য উদ্বোধন হওয়া রুটটির ভাড়া প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে দেখা গেছে সর্বনিম্ন ১২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার ৭২৫ টাকায় ভ্রমণ করা যাবে সাগরিকায়।
সোমবার রেলের সূত্র ভাড়ার বিষয়টি জানালেও কোন কোন ট্রেন যাত্রা করবে তা নিশ্চিত করতে পারেনি।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের নান্দনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।
দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।
মেগা প্রকল্প হিসেবে ২০১১ সালের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে টেন্ডার হলে দোহাজারি-চকরিয়া এবং চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এই দুই লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা কনসট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়।
এমএন
