দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি উপকূলের দিকে ধেয়ে আসার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।
শুক্রবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচলসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে এগিয়ে আসতে থাকায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আর শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দর সমূহকে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে।
সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দুরে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কিলোমিটার দুরে অবস্থান করছিল।
এমএন
