ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

Motobad news

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: পিআইডি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন প্রেস উইং জানায়, সকালে বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।


রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তার বেলজিয়ামের ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে সম্মেলন’ ও সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।  


এসময় প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত দুটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।  

পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।  

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন