কোয়ান্টাম ল্যাবে ২৫তম বার রক্তদান করলেন একুশে টেলিভিশনের মার্কেটিং ম্যানেজার কার্তিক দাস
রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে ৩০ জানুয়ারি স্বেচ্ছাসেবী কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্সের সাবেক ডিন অধ্যাপক ডাক্তার এম এ ইকবাল আর্সেনাল।
স্বাগত বক্তব্য রাখেন রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন এর পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।
রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে তাদের হাতে সম্মাননা সনদ ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে একুশে টেলিভিশনের মার্কেটিং ম্যানেজার কার্তিক দাস সম্মাননা গ্রহণ করেন।
কোয়ান্টাম ল্যাবে ২৫ বার রক্তদাতা গোল্ডেন ক্লাবের মেম্বার কার্তিক দাস বলেন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয় রক্তের কোন বিকল্প নেই। যার রক্তের প্রয়োজন তাকে অন্যকিছু দিয়ে পুরন করা যায় না।
তিনি বলেন আমি ২৫ বার কোয়ান্টাম ল্যাবে এবং এর বাহিরেও একাধিকবার রক্তদান করেছি কখনোই শারীরিক সমস্যাবোধ করিনি, সচেতন মানুষের রক্তদানে এগিয়ে আসা উচিত। তিনি বলেন প্রতিবছর বাংলাদেশে ৮ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।
সেখানে কোয়ান্টাম ল্যাব থেকে ১ লক্ষ ১৫ হাজার ইউনিট রক্ত সরবরাহ করা হয়ে থাকে। তিনি আরো বলেন জেনে খুশি হবেন কোয়ান্টাম ফাউন্ডেশন ডোনারদের কাছ থেকে এ পর্যন্ত ১৫ লক্ষ ৮৩ হাজার ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে।
কোয়ান্টাম ফাউন্ডেশনে রয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার স্বেচ্ছা রক্তদাতা সুসংগঠিত ডোনারপুল। তিনি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করেন।উল্লেখ্য কার্তিক দাস ঝালকাঠির নলছিটি বন্দরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
এইচকেআর