ঢাকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

Motobad news

সাতলায় ধানখেতে বাঁধ দিয়ে মাছের ঘের, প্রতিবাদে বিক্ষোভ  

সাতলায় ধানখেতে বাঁধ দিয়ে মাছের ঘের, প্রতিবাদে বিক্ষোভ  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় জোরপূর্বক ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করছে প্রভাবশালীরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পশ্চিম সাতলায় ঘটনাস্থলে ভুক্তভোগী মশিউর রহমান হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, করম হাওলাদার, খলিল হাওলাদার, জুয়েল হাওলাদার, কলম হাওলাদারসহ শত শত কৃষক। 

এসময় কৃষকরা অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক ও দলিলকৃত  দীর্ঘদিনের ভোগদখলীয় ধান চাষের জমিতে মাটি কেটে বাঁধ দিয়ে এবং সরকারি খালে বাধ দিয়ে জোরপূর্বক মাছের ঘের করছে প্রভাবশালী রুবেল বালী, হালিম বালী, এছাহাক বালী, নুরুল আমীন মিয়া, ইদ্রিস হাওলাদার, সাইদুল বালী, বেল্লাল বালী, খাইরুল খানসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বিক্ষুব্ধরা ধান খেত ও খালে বাধ বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। 

এ ব্যাপারে মশিউর রহমান হাওলাদার জানান, রাস্তা নির্মাণের নামে খালে ও ধান খেতে বাঁধ দিয়ে মাছের ঘের করায় অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের  বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। 

অপরদিকে রুবেল বালী, ইদ্রিস বালী, হালিম বালী, এছাহাক বালী, বেল্লাল বালী, সাইদুল বালী গংরা জানান, আমাদের পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমিতে আমরা নিজস্ব অর্থায়নে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করছি। 

এতে কতিপয় অসাধু চক্র তাদের ফায়েদা হাসিল করার জন্য বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন জানান, নিজেদের জমিতে নিজেরাই চলাচলের রাস্তা নির্মাণ করছে তা একান্তই তাদের ইচ্ছে। এর বেশি কিছু আমার জানা নেই। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষেপরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সরেজমিনে গিয়ে সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন