মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মৎস্যজীবী দল মহানগর কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইদুর আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া প্রধান বক্তা ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
মৎস্যজীবী দল মহানগরের সদস্য সচিব কামাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ফেরদৌস হাওলাদার ও মিলন গাজী, ৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আমল ব্যাপারী, সাধারণ সম্পাদক দেলোয়ার, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচকেআর