ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Motobad news

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মৎস্যজীবী দল মহানগর কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইদুর আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়া প্রধান বক্তা ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।

মৎস্যজীবী দল মহানগরের সদস্য সচিব কামাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ফেরদৌস হাওলাদার ও মিলন গাজী, ৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আমল ব্যাপারী, সাধারণ সম্পাদক দেলোয়ার, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন