বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় সভায় অন্যান্যর মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকায় সদ্য সমাপ্ত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের উচ্চ পর্যায় থেকে প্রাপ্ত বিভিন্ন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করতে বলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে তদারকি করার প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে চলমান প্রকল্পের তালিকা ও অগ্রগতির তথ্য জানতে চান।
পাশাপাশি সকল দপ্তরের প্রতি সরকারের নির্বাচনী ইশতেহার সংগ্রহ করে ইশতেহারে উল্লিখিত অঙ্গীকারসমূহের মধ্য থেকে নিজ নিজ দপ্তরের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে দাপ্তরিকভাবে কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এইচকেআর