শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। তাই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে দেশ প্রেম সবসময় জাগ্রত থাকে। দেশের জন্য কাজ করতে করতে পারে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে।
সোমবার বেলা ১১ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ জি কবির ভুলু, কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি নজরুল বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহন করা শিক্ষার্থীদের মাঝে মুহম্মদ জাফর ইকবালের লেখা "মুক্তিযুদ্ধের ইতিহাস" নামক বইটি বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের সাথে দেড় ঘন্টাব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র "আমার বন্ধু রাশেদ" উপভোগ করেন অতিথিবৃন্দ।
এইচকেআর