অবন্তিকার মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বরিশালে সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার দুপুর ১২টায় মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা নগরীর সদর রোডে এ প্রতিবাদ সমাবেশ করে।
মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারীনেত্রী প্রতিমা সরকার, বরিশাল ট্রেড ইউনিয়ন শাখা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক পূষ্প রাণী চক্রবর্তী, নারীনেত্রী অধ্যাপক টুনু রাণী কর্মকার ও বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ননী গোপাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ বিচারহীনতা সংস্কৃতির কারণে দেশে একের পর এক নারী ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটার পরও এর কোনো বিচার হয় না বলে অপরাধীরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এইচকেআর