মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্তে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিং কোম্পানি "নগদ" এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিএমপি জিহাদুল কবির।
এ সময় তিনি বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্তে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
এ ছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সংক্রান্ত বিভিন্ন অপরাধ, অপরাধের তদন্ত প্রক্রিয়া ও তদন্ত কর্মকর্তাদের করণীয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা করেন বিএমপি কমিশনার।
পরে প্রশিক্ষনার্থীগণকে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল জাকির হোসেন মজুমদার, নগদ লিমিটেডের অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশ মোমেনা আকতার, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি মডেল থানা) নাফিছুর রহমান, পুলিশ পরিদর্শক সাজেদা লতা স্পেশাল ব্রাঞ্চ সহ নগদ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ।
এইচকেআর