উজিরপুরে আগুনে ২টি ঘর ভস্মীভূত, দগ্ধ ২

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামে আগুন লেগে ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
আগুন নিভাতে গিয়ে ২ জন দগ্ধ হয়েছে। এ খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. হাকিম সেরনিয়াবাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম শিপন মোল্লা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, বুধবার রাত সোয়া ২ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের বড় বাড়ি মোসলেম হাওলাদার ও সাইফুল হাওলাদারের বসতঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
উজিরপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোন গাড়ি পৌছাতে পারেনি। স্থানীয় সুত্রে জানা যায়, একই বাড়ির আব্দুল ছালাম হাওলাদারের রান্নাঘর থেকে এ আগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আগুন নিভাতে গিয়ে আব্দুল ছালাম হাওলাদার ও মো. শাহিন হাওলাদার আগুনে পুড়ে দগ্ধ হয়। তারা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে ।
এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু খাদ্য সামগ্রী ও কাপড়চোপড় বিতরণ করেন এবং উপজেলা পরিষদ থেকে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন।
এইচকেআর