সদর উপজেলাবাসীর সুখে দুঃখের সাথি হতে চাই- এসএম জাকির হোসেন

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন বলেন, জনগণের কাতারে শামিল হয়ে জনগণের উন্নয়নে কাজ করে যাবো। স্মার্ট বরিশাল সদর উপজেলা গড়তে যা যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার কাশিপুরের মুখার্জি বাড়ি পোল এলাকায় সাধারণ মানুষের খোঁজ-খবর এবং কুশল বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে নিয়ে সদর উপজেলার এবং মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো।
এসএম জাকির হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান। তাই সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পরে সদর উপজেলার কাশিপুরের মুখার্জি বাড়ি পোল এলাকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এসময় আওয়ামী লীগ নেতা আবু আল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জুয়েল রাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচকেআর