ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

"অজ- বাংলা ক্রিয়েটিভ ওমেন" সংগঠনটির সহায়তা পেলো ১২৫ শিক্ষার্থীর পরিবার 

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলাদেশী প্রবাসীদের সংগঠন "অজ-বাংলা ক্রিয়েটিভ ওমেন"(AUS-BANGLA CREATIVE WOMEN) দেশ ব্যাপি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। 

সংগঠনটি এবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল ও কলেজ'র ১২৫ টি পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক-২০২৪ বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে। গতকাল শুক্রবার সকালে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ'র হলরুমে রমাদান ফুড প্যাক-২০২৪ নামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপাশা হাইস্কুল ও কলেজ'র গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। 
শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।  

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সদস্য নজরুল ইসলাম বাবলু, রহিমা আক্তার, মাদ্রাসার প্রধান শিক্ষক এবিএম শামসুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ও  তারিকুল ইসলাম। 

বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকে ছিলো চাল ৮ কেজি, পোলাউ চাল ১ কেজি, তেল ৩ লিটার, মুশুর ডাল ২ কেজি, ছোলা বুট ১ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ৫কেজি, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি, গুরা দুধ ১ প্যাকেট, সেমাই ১ প্যাকেট, আখের গুর ১ কেজি, আলু ২ কেজিসহ মোট ১৩ টি আইটেম।

উল্লেখ্য,'অজ-বাংলা ক্রিয়েটিভ ওমেন' সংগঠনটির পরিচালক অস্ট্রেলিয়ান প্রবাসী নাহিদা আক্তার (পর্না) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের বাসিন্দা চাঁদপাশা হাইস্কুল ও কলেজের আজীবন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ নুরুল আমিন (আলো মিরা) এর কন্যা। 

সে সুবাদে নাহিদা আক্তার পর্নার আন্তরিকতায় সংগঠনটি চাঁদপাশা হাইস্কুল ও কলেজ'র অধ্যক্ষ তাহমিনা আক্তার'র সাথে একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তি অনুযায়ী সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ছাত্রীদের পরিবারের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে সংগঠনটি ১০০ শিক্ষার্থীকে কেডস প্রদান করে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন