ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

হিজলায় চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ও ভাইস চেয়ারম্যান আলতাব হোসেনের স্মরণসভা 

হিজলায় চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ও ভাইস চেয়ারম্যান আলতাব হোসেনের স্মরণসভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালী ও সাবেক ভাইস চেয়ারম্যান আলতাব হোসেনের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ঢালী।

স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা  মোহাম্মদ ফারুক ঢালী।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বরিশাল জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ  রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, মরহুম বেলায়াত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু, সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন উপজেলার ৬ টি ইউনিয়নের ও ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন