আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধীর স্ত্রীকে মারধর

আগৈলঝাড়ায় প্রতিবন্ধীর স্ত্রীকে তুচ্ছ ঘটনায় মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। আহত ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় আহত ওই নারীর স্বামী প্রতিবন্ধী শওকত সিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের প্রতিবন্ধী শওকত সিকদারের স্ত্রী ময়না বেগম গত ২৯ মার্চ বিকেলে তার গৃহপালিত মুরগীর খাঁচা স্থান্তরিত করতে গেলে বাঁধা দেন একই বাড়ির মৃত. ইসমাইল সিকদারের দুই ছেলে ডালিম সিকদার ও হালিম সিকদার।
এনিয়ে দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় প্রতিবন্ধী শওকত সিকদারের স্ত্রী ময়না বেগমের উপর ডালিম সিকদার ও হালিম সিকদার হামলা চালিয়ে মারধর করে তার পরিধের কাপর ছিড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় ময়না বেগমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।
এঘটনায় ময়না বেগমের স্বামী প্রতিবন্ধী শওকত সিকদার বাদী হয়ে রোববার দুপুরে প্রতিপক্ষ ডালিম সিকদার ও হালিম সিকদারসহ তিনজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে এঘটনায় এসআই শফিকুল সরকার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে।
এবিষয়ে অভিযুক্ত হালিম সিকদার বলেন, শওকতের স্ত্রী ময়না বেগম আমার বসত ঘরের পাশে মুরগীর খাঁচা স্থাপন করলে দুগন্ধ আসবে। তাই তাকে বাধা দিলে সে গালাগাল করে। আমরা গালাগালের প্রতিবাদ করেছি। আমরা তাকে মারধর করিনি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধী শওকত সিকদারের লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসআই শফিকুল সরকারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এইচকেআর