প্রধানমন্ত্রীর সাথে ববি উপাচার্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া। রোববার দুপুর দেড়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
সাক্ষাতকালে উপাচার্য প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন উপাচার্য। এর আগে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া।
এইচকেআর