শুক্রবার বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আগামীকাল শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ ফারুক শামীম।
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী'র একান্ত সচিব (উপসচিব) নূর আলম সাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম শুক্রবার সকাল ৯ টা ৩৫ মিনিটের সময় বরিশাল সার্কিট হাউসে উপস্থিত থাকবেন।
এরপর তিনি স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রী আগামীকাল শনিবার সকাল ১০টায় বরিশাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
এইচকেআর