বাবুগঞ্জের চার শতাধিক পরিবারের সাথে জাগ্রত মানুষ ফাউন্ডেশনের ঈদ শুভেচ্ছা

বাবুগঞ্জ উপজেলার চার শতাধিক পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেচ্ছাসেবী সংগঠন 'জাগ্রত মানুষ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। উপজেলার জাহাঙ্গীর নগর, দেহেরগতি, রহমতপুর, মাধবপাশা ও চাঁদপাশা ইউনিয়নের ৪ শতাধীক পরিবারের সাথে সরাসরি দেখা করে ঈদ শুভেচ্ছা উপহার বিনিময় করেন জাগ্রত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাগ্রত বাংলাদেশ (জেবিডি) এর কেন্দ্রীয় সভাপতি আজমুল হাসান জিহাদ।
এসময় উপস্থিত ছিলেন, জেবিডি এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শামসুদ্দিন হাওলাদার, শিক্ষক মাসুম, ইমন প্রমুখ।
এসময় মানুষের পাশে থাকার জন্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে শুভেচছা জানিয়ে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সহ সভাপতি সাইফুল রহিম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজমুল হাসান জিহাদ বলেন, আগামীতেও আমরা বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার অসহায় মানুষের পাশে থাকবো। খোঁজ খবর নিয়ে সমাজের পিছিয়ে পরা মানুষের পাশে থাকবে আমাদের ফাউন্ডেশন। আমাদের এ ধরণের শুভেচ্ছা বিনিময় অব্যহত থাকবে।
এইচকেআর