দক্ষিণ আইচায় ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার


ভোলা জেলার দক্ষিণ আইচায় ডাকাতির মামলায় ২৫ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি রুবেল (৩০) ও নুর মোহাম্মদ হেজু (২৯) কে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম ইপিজেড নামক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে।
আটকৃতরা রুবেল ও নুর মোহাম্মদ চরমানিকা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। তাদের দুইজনকে জলদস্যু মামলায় আদালত ২৫ বছর করে কারাদণ্ড দেয়। আদালতের ওই রায়ের পর তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন তারা।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, আটকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
