ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে  র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন। 

র‌্যালি শেষে জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল ও ডেপুটি সিভিল সার্জন ডা. সভ্যসাচী দাস। অনুষ্ঠানের  সঞ্চালনা করেন প্রধান স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল। 

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গভেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছিল। তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তারমধ্যে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস এবং গড় আয়ু বৃদ্ধি অন্যতম।

বক্তারা আরও বলেন, কিশোর ও নারীদের ১১টি মারাত্মক রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। অতিসম্প্রতি শুরু হয়েছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদান কর্যক্রম। করোনা মহামারিতে ৯৪ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা প্রদান করেছে সরকার।

সভায় জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে। ২০২৩ সালে কালাজ্বর ও ফাইলেরিয়াসিস নির্মূলের স্বীকৃতি স্বাস্থ্য খাতের অনন্য অর্জন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন