ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

ঈদে নগরবাসীর নিরাপত্তায় অতিরিক্ত ৪'শ পুলিশ মোতায়েন

ঈদে নগরবাসীর নিরাপত্তায় অতিরিক্ত ৪'শ পুলিশ মোতায়েন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঈদ উপলক্ষে মহানগরী এবং নৌ-পথে নিরাপত্তা বলয় তৈরি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং নৌ-পুলিশ। এরই মধ্যে মহানগরীতে নিয়মিত দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সাথে মোতায়েন করা হয়েছে আরও চারশ অতিরিক্ত পুলিশ সদস্য। যারা ঘরমুখো মানুষ এবং ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় নিয়জিত রয়েছেন।
এছাড়া নৌ-পথে যাত্রীদের নিরাপত্তায় কাজ করবে নৌ-পুলিশ সদস্যরা। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে অতিরিক্ত যাত্রীবহন এবং ভোগান্তি রোধে নদীবন্দরে কার্যক্রম শুরু করেছে নৌ-পুলিশ।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম জানান, ‘ঈদ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান হতে সড়ক এবং নৌ পথে লাখ লাখ মানুষ আসবে দক্ষিণাঞ্চলে। যারা সবাই বরিশাল মেট্রোপলিটন এলাকা হয়েই যাতায়াত করবে।
তিনি বলেন, ‘ঈদে শপিংমলগুলোতে প্রতারক এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে কাজ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তারা নিয়মিত ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে যোগাযোগ রাখছে।


তিনি আরও বলেন, ‘সহনীয় ঈদ যাত্রাকে সামনে রেখে মেট্রোপলিটন এলাকাকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি এলাকার দায়িত্ব দেয়া হয়েছে তিনজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে। তাদের নেতৃত্বে মহানগরীতে অতিরিক্ত চারশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের পাশাপাশি তারাও মানুষের নিরাপত্তা দিচ্ছে।
তাছাড়া শহরের যানজট নিরসনে সদর রোড এলাকায় বড় এবং মাঝারি ধরনের যানবাহন প্রবেশ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। শহরের জিলাস্কুল মোড় এবং জেলখানার মোড় সড়কে বেরিকেট দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন পুলিশ সদস্যরা। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে নগরী।


তাছাড়া শনিবার দুপুরের পর নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এসময় দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভ‚ঞা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিএমপি কমিশনার নগরবাসীকে নিরাপদ ঈদ উপহার দিতে পুলিশ সদস্যদের শতভাগ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।


অপরদিকে ‘পদ্মা সেতুর কারণে লঞ্চে বছরজুড়ে যাত্রী কম থাকলেও ঈদে চাপ বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা। লঞ্চ মালিক এবং নৌ প্রশাসনের দাবি, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে ঢাকায় বসবাসকারী একটি অংশ নৌ পথেই ঈদ যাত্রায় সামিল হন। তাই এদের নিরাপত্তায় ব্যবস্থায় বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে নৌ-পুলিশ।
গতকাল ৬ এপ্রিল লঞ্চঘাট এলাকায় নিরাপদ নৌপথ ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এ তথা জানান বরিশাল নৌ-পুলিশের প্রধান পুলিশ সুপার কফিল উদ্দিন। তিনি জানান, শুরু হওয়া নৌ-পুলিশের বিশেষ কার্যক্রম চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।


পুলিশ সুপার বলেন, ‘নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ সদস্যরা বরিশালের সব লঞ্চঘাটে দায়িত্ব পালন করবে। তারা নৌযানে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতিতে রোধে কাজ করবে।
তিনি আরও বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিতে ছোট ও ত্রæটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহণে বিরত থাকা, লঞ্চে লাইফ জ্যাকেট, বয়া নিশ্চিতকরণ, রাতে বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখার উপর গুরুত্ব দেয়া হয়েছেন।


চাঁদাবাজি, চুরিসহ যে কোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা, বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি করবে নৌপুলিশ।
টার্মিনাল ছাড়া নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ করা, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।


এসময় উপস্থিত ছিলেন- নৌপুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার মো. দীন-ই-আলম, আব্দুর রাজ্জাক প্রমুখ।
নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৭২৮৪ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করার আহŸান জানান পুলিশ সুপার কফিল উদ্দিন।
 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন