ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে প্রবাসীকে মারধরের মামলায় চার আসামি কারাগারে 

বরিশালে প্রবাসীকে মারধরের মামলায় চার আসামি কারাগারে 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় জমি বিরোধের জের ধরে এক প্রবাসীকে মারধরের অভিযোগে ৪ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক। 

এর আগে রোববার ভোরে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
কারাগারে প্রেরণকৃত আসামিরা হলো, নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা নরুল ইসলাম (৪৬) তার স্ত্রী সীমা ইসলাম (৪১) ও শিউলি আক্তার (৪৩) এবং মনিরুল ইসলাম (৪৭)। 

মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা ১১ টায় নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী শিমু আক্তার শিমুর সাথে নরুল ইসলামদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে বিভিন্ন সময় শিমু আক্তার ও তার পরিবারের সদস্যদের  হত্যাসহ মারধরের হুমকি দিয়ে আসছে নরুল ইসলাম। 

শনিবার বিশেষ প্রয়োজনে গত শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়  ইসরাত জাহান শম্পাকে সাথে রূপাতলী পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ভবনে উঠতে গেলে লোহার রড,  লাঠি ও জিআই পাইপ নিয়ে  শিমু আক্তার শিমুর উপর হামলা  চালায় নরুল ইসলাম, সীমা ইসলাম, শিউলি আক্তার, মনিরুল ইসলামসহ আরো ২-৩ জন। এসময় আমেরিকা প্রবাসী শিমু আক্তার শিমু ও তার সাথে থাকা ইসরাত জাহান শম্পাকে মারধর এবং লাঞ্চিত করে। 

আশপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। পরে  স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  এ ঘটনায় শনিবার রাতেই  শিমু আক্তার শিমু বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নরুল ইসলামসহ ৪ জনকে নামধারী ও অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১৮। 

এদিকে মামলা দায়েরের পর রোববার ভোর সাড়ে ৫ টায় দিকে অভিযান চালিয়ে চার আসামিকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাজেদুল ইসলাম। 

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, মামলা দায়ের পরই অভিযান চালিয়ে চার আসামি আটক করেছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন