দৌলতখানে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মুকুল


ভোলার দৌলতখানে দৃষ্টি প্রতিবন্ধীএক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
তিনি আজ সোমবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী ওই পরিবারের কাছে ছুটে যান। ঈদ উপলক্ষে তিনি প্রতিবন্ধী ৩ জনের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এমপি মুকুল বলেন, একটি পরিবারের ৩ জন লোক অন্ধ। তারা মানবেতর জীবনযাপন করছে। সংবাদটি শুনে ঢাকা থেকে দৌলতখানে পৌঁছে আমি প্রথমে কলাকোপা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে আসি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসি। তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির নামে প্রতিষ্ঠিত 'তোফায়েল ফাউন্ডেশন' থেকে তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।
এইচকেআর
