বাবুগঞ্জে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে ডিক্রিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র হাসান (১০) এর মৃতদেহ একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করে তার পরিবার। মৃত হাসান উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের রাসেল খানের ছেলে।
রাসেল খান বলেন, আমার ছেলেকে সোমবার সকাল ১০ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। অনেক খোঁজার পরে দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের খালে দেখতে পেয়ে আমার স্ত্রী তাকে উদ্ধার করে। পরে হাসানকে নিয়ে আমরা চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মৃত দেহটি নিয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় নিয়ে যাই। পুলিশ মৃতদেহ টি পোস্টমর্টেম এর জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আমার ছেলে সাতার জানে সে কিভাবে পানিতে ডুবে মারা গেলো?
প্রত্যক্ষদর্শীরা বলেন, মৃতদেহ উদ্ধার করে উপরে উঠালে তার পেটে কোন পানি পাওয়া যায় নি। বিষয়টা একটু রহস্যজনক মনে হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি বলেন, একটি শিশুর মৃতদেহ নিয়ে তার বাবা-মা থানায় এসেছিলো। আমরা মৃতদেহটি পোস্টমর্টেম এর জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর