অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. রিয়াজ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বিএমপি কমিশনার জিহাদুল কবির। সোমবার ( ১৫এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএমপি সদরদপ্তরে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় বিএমপি কমিশনার জিহাদুল কবির সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তাগণ।
এইচকেআর