চরকাউয়া ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেনের গণসংযোগ

আগামী ৮ মে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণায় ততটাই ব্যস্ততা বাড়ছে প্রার্থিদের। রাত-রাত এক করে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন তাঁরা।
এদের মধ্যে প্রচার-প্রচারণায় সাড়া ফেলেছেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
তফসিল ঘোষণার আগে থেকেই সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান তিনি। খুব অল্প সময়েই মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। যা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে অন্য প্রার্থীদের কপালে।
এদিকে, ‘নির্বাচন ঘিরে না প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও জনগণের ভাগ্য উন্নয়নে বিরামহীনভাবে ছুটে চলছেন এসএম জাকির হোসেন। গতকাল সোমবারও প্রচার প্রচারণায় গিয়ে মিশে যান সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মানুষের সাথে।
মঙ্গলবার বিকেলে চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি, তালুকদার মার্কেট, সিদ্দিক বাজার, পোলের হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং এলাকাবাসীর খোঁজ খবর নেন। প্রতিশ্রুতি দেন এলাকা এবং এলাকাবাসির উন্নয়নে নিরলসভাবে কাজ করার। এজন্য উপজেলা চেয়ারম্যান পদে জনগণের সুচিন্তিত রায়ের দাবি জানান এসএম জাকির হোসেন।
এসময় চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লিফলেট হাতে তাঁর প্রচার-প্রচারণায় অংশ নেন।
গণসংযোগ এবং স্থানীয়দের সাথে কুশল বিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন বলেন, ‘আমি সাধারণ মানুষের জন্য প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করবো। আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নেই, দল-মত নির্বিশেষে আমি সকলকে নিয়ে এগিয়ে যাবো।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএম জাকির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, সমাজসেবক সুরুজ মোল্লা, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক জুয়েল রাফি, চরকাউয়া ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইদুল আলম লিটন, বিপ্লব হোসেন, জুয়েল হাওলাদার, মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য কালাম হোসেন, সমাজসেবক মিল্টন মোল্লা, ফেরদৌস লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এইচকেআর