ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ২২দিনে করোনার চতুর্থ ডোজ টিকা নিলেন আড়াই হাজারেরও বেশি মানুষ

 বরিশালে ২২দিনে করোনার চতুর্থ ডোজ টিকা নিলেন আড়াই হাজারেরও বেশি মানুষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৫ মার্চ থেকে গত ১৫ এপ্রিল সোমবার পর্যন্ত বরিশালে দুই হাজার পাঁচশত ৩৬ জন কোভিড-১৯ এর চতুর্থ ডোজ টিকা গ্রহণ করেছেন।

এর মধ্যে ১ হাজার ২০৯৩ জন পুরুষ এবং ১ হাজার ২০৪৩ জন নারী। এর আওতায় গত ১৫ এপ্রিল ২৪ ঘন্টায় মোট ৯০ জনকে যুক্তরাষ্ট্রের ফাইজার এর টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ৪১ জন নিয়েছেন বুস্টার ডোজ এবং চতুর্থ ডোজ পেয়েছেন আরও ৪৯ জন। বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।

দেশব্যাপী কোভিড-১৯ এর বুস্টার এবং চতুর্থ ডোজ প্রদানের পাশাপাশি রোগটি সম্পর্কে সার্বিক জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে সরকারের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবগুলো দপ্তর ও কর্তৃপক্ষ। 

এরই অংশ হিসেবে বরিশাল সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিডের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন