উজিরপুরে প্রাণিসম্পদের মেলার প্রদর্শনী অনুষ্ঠিত


উজিরপুর উপজেলায় প্রাণিসম্পদের ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উজিরপুর ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে সামনে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য রাশেদ খান মেনন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।
এছাড়া বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মাওলা। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জেরিন জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ প্রমুখ।
এইচকেআর
