বরিশালে হাসপাতাল থেকে ২৫ দালাল আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল সন্দেহে ২৫ নারী-পুরুষকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল যুবাযের আলম শোভন।
দুপুরে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ অধিনায়ক জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরে হাসপাতালে দালাল চক্রের উপস্থিতি পর্যবেক্ষণ করে র্যাব-৮ এর একটি আভিযানিক টিম। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে নারী পুরুষ মিলিয়ে ২৫ জনকে আটক করা হয়।
তিনি বলেন, তারা বিভিন্ন ওয়ার্ডের রোগীদের অন্যত্র নিয়ে যেত, প্রতারণা করতো। আবার কিছু লোক আছে, তাদের কাছ থেকে কোনো পরিচয়পত্র, হাসপাতালে কেন আসছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই তাদের আটক করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ শেষে আদালতে সোপর্দ করা হবে।
এইচকেআর