দৌলতখানে বজ্রপাতে কৃষকের মৃত্যু


ভোলার দৌলতখানে গরু খোঁজ করতে গিয়ে শাহাজল (৫০) নামের এক কৃষক ব্জ্রপাতে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক ওই ওয়ার্ডের চৌকিদার বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, নিহত কৃষক সন্ধ্যার দিকে চরতাপাতা ইউনিয়নের চরে গরু খোঁজতে বের হন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এইচকেআর
