ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল সদর উপজেলাবাসীর পাশে ছিলাম-আছি-থাকবো: এসএম জাকির হোসেন 

বরিশাল সদর উপজেলাবাসীর পাশে ছিলাম-আছি-থাকবো: এসএম জাকির হোসেন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদ্য শেষ হওয়া বরিশাল সদর উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

শুক্রবার বিকেলে কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সাথে কর্মী সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় জাকির হোসেন বলেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, নিজের জন্য নয়। নির্বাচনের সময় ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হলেও সদর উপজেলাবাসীর পাশে থাকবো আর না হলেও থাকবো। আমি এক কথার মানুষ, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়নি কিন্তু আমার মানুষের জন্য কাজ থেমে থাকবে না। আমি অতীতে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও সেভাবে থাকবো, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম  মহোদয়ের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার জন্য কাজ করবো।

এসময় শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, বরিশাল মহানগর ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা, ১৬নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য সুমন মীর, কাশিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান, কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মামুন সহ কাশিপুরের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতে চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে চরবাড়িয়া ইউনিয়নের  মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন