হিজলায় জাতীয় পুষ্টি সপ্তাহ

হিজলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাওসার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, ডা. ইমরান হোসেন, হিজলা প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান আলমগীর হোসেন, সেন্টার ইন্সপেক্টর শহিদুল ইসলাম, ইপিআই ইন্সপেক্টর লোকমান সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন তার বক্তব্য বলেন, এখনো গ্রামাঞ্চলের মানুষ পুষ্টি সম্পর্কে অনেকটাই জানেনা। তাই বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে সচেতন করতে হবে।
এইচকেআর