ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

 গৌরনদীতে গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১২ মে) ভোররাতে জেলার সীমান্তবর্তী গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তাররা হলেন গৌরনদীর জঙ্গলপট্টি এলাকার বাসিন্দা মো. সোহেল সন্যামত এবং গৌরনদীর কাশেমাবাদ এলাকার বাসিন্দা সৌরভ মোল্লা।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের তত্ত্বাবধানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (পরিদর্শক) অসীম কুমার সিকদার।

তিনি জানান, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের (বিপিএম) সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়েন্দা শাখার এসআই মো. গোলাম আযমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গৌরনদী থানাধীন ভুরঘাটা এলাকা থেকে মাদক কারবারি মো. সোহেল সন্যামত ও সৌরভ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহেল সন্যামতের কাছ থেকে পাঁচ কেজি এবং সৌরভ মোল্লার কাছ থেকে চার কেজি গাজা উদ্ধার করা হয়।

পরিদর্শক অসীম কুমার সিকদার বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে এনে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন বলেও জানিয়েছে পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন