‘বর্তমানে ১২ লাখ সরকারি কর্মচারী অনলাইনে বেতননাদি পাচ্ছেন’

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ১২ লাখ সরকারি কর্মচারীর বেতন জিপিএফসহ অন্যান্য সুযোগসুবিধা আইবাস অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।
রোববার সকালে বাংলাদেশের কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় (সিজিএ) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিসিএ সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও অনলাইনে ইএফটির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। কাগজবিহীন ডিজিটাল কার্যক্রমের ফলে সরকার ও উপকারভোগীদের সময় অপচয়রোধ হচ্ছে এবং যাবতীয় হয়রানি কমে যাচ্ছে।
তিনি বলেন, হেল্পডেস্ক, ফোনকল, সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ এর মাধ্যমেও পেনশনারসহ ভুক্তভোগীরা দ্রুত সেবা পাচ্ছেন। হিসাবরক্ষণ অফিসসমূহের সার্বিক অটোমেশনের ফলে সেবাগ্রহীতাই শুধু নয়, সরকারের বার্ষিক আর্থিক হিসাব ও উপযোজন হিসাব দ্রুততম সময়ে প্রস্তুত করা সম্ভব হচ্ছে।
বরিশাল উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিডিসিএ) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, র্যাব-৮ এর সিও জোবায়ের আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং উপকারভোগীরা অংশ নেন।
প্রসঙ্গত, বাংলাদেশের কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় (সিজিএ) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের কার্যালয়সমূহে রোববার থেকে ৩দিনব্যাপী সেবাকার্যক্রম চালু হয়েছে। ১২ থেকে ১৪ মে পর্যন্ত কার্যক্রম চলাকালে চাকরিরত ও অবসরপ্রাপ্ত উপকারভোগীগণ প্রয়োজনীয় সেবাগ্রহণ করতে পারবেন।
এইচকেআর