বরিশালে “ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় “ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় গ্যাস সিলিন্ডার ও নানান মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) সৈয়দ এমদাদুল হক, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস বরিশাল আকবর আলী ও অন্যান্য ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর