ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে “ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 

বরিশালে “ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় “ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল” শীর্ষক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০ টায়  নগরীর রূপাতলী পুলিশ লাইন্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় গ্যাস সিলিন্ডার ও নানান মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) সৈয়দ এমদাদুল হক, সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস  বরিশাল আকবর আলী ও অন্যান্য ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ।
    
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন