ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বাবুগঞ্জে সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

বাবুগঞ্জে সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম  শুরু হয়েছে। 

সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা হিসাব রক্ষণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় অডিটর নাইম খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান সন্নামত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়দা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীমা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুরদর্শিতার ফসল হিসেবে ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় প্রতিষ্ঠিত হয়। 

১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল নিযুক্ত করেন যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগনের স্বার্থে সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপুর্ণ পদক্ষেপ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন