বাবুগঞ্জে বিনামুগ-৮ এর মাঠ দিবস

বাবুগঞ্জে মুগ চাষে বিনা উদ্ভাবিত জৈব ছত্রাকনাশকের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বিনামুগ-৮এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রহমতপুর বিনা উপকেন্দ্র'র আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ এর মহা পরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
রহমতপুর বিনা উপকেন্দ্র'র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিনা পরিচালক (গবেষণা) ড. ইকরাম উল হক, বিনা ময়মনসিংহ এর প্রকল্প পরিচালক ড. মাহাবুবা কানিজ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট রহমতপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি প্রমুখ।
এইচকেআর