ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈশাখী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈশাখী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দু'দিনব্যাপী বৈশাখী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।  

সোমবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় থাকছে ১৬টি স্টল। মেলাটি ১৪ মে থেকে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন