ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

মেধাবি অপুর সাহায্যে এগিয়ে আসুন

মেধাবি অপুর সাহায্যে এগিয়ে আসুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থী রাসেল সিদ্দিক অপু। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি নিজ কর্মস্থল রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এসময় তাঁর মাথা, পা এবং মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপু। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে গেছে। স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে নার্ভাস সিস্টেমও ছিঁড়ে গেছে। ফলে তাঁর কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়।

বরিশাল জিলা স্কুল ২০০৮ ব্যাচের প্রভাতি শাখা এবং সৈয়দ হাতেম আলী কলেজের ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অপু তাঁর পরিবারের উপার্যনক্ষম একমাত্র সন্তান। তিনি হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানির রংপুরের এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন। প্যারালাইজড হয়ে বিছানায় অন্ধকার ভবিষ্যতের দুঃস্বপ্নে দিন কাটছে তাঁর।

তবে অপুর ফিরে আসার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে, বিদেশে উন্নত সার্জারি, নিউরো-ট্রান্সমিটার চিপ স্থাপন এবং এ্যাডভান্সড থেরাপির মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে অপুর।

এজন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা যেকোনো মধ্যবিত্ত পরিবারের জন্যই অসম্ভব একটি বিষয়। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়েছেন অপু ও তাঁর পরিবার।
সাহায্য পাঠানোর জন্য:

হিসাব নাম: MD SALAHUDDIN AHMED, MAHAMUD HASAN RAJU AND HAFIJ UDDIN AHMED RAIYAN, GKvD›U bs:011931100005755, ব্রাঞ্চ: NRBC BANK PLC, Barishal Branch. Ges NRB COMMERCIAL BANK, Barishal branch.রাউটিং নাম্বার: ২৬০০৬০২৮০ সুইফট কোড:  NRBBBDDH ।  অথবা বিকাশ নম্বর ০১৭১৯-৯৩৬৮৩৭ (পারসোনাল) ও নগদ- ০১৯১৩-১৪২৮০১।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন