ঝালকাঠিতে শেষ দিনে প্রচার-প্রতিশ্রুতিতে ব্যস্ত প্রার্থীরা


আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনের প্রচারণা জমে উঠছে। ভোট প্রার্থনায় প্রার্থীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটার দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও ভোট প্রার্থনায় মুখরিত দুই উপজেলা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি, মাঠ-ঘাট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও শেষ মুহূর্তে ছুটছেন ভোটারদের কাছে। প্রার্থীদের মাইকিংয়ে সরগরম জেলার দুটি উপজেলা।
রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান। পরে তিনি শহরের পাল বাড়ি এলাকায় শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী, যানবাহনের চালক ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন তিনি।
খান আরিফুর রহমান বলেন, আমি পাঁচ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করিনি। মানুষের সেবা দিয়েছি নিরলসভাবে।
আমি বিনামূল্যে দুটি অ্যাম্বুলেন্স দিয়ে সাধারণ মানুষের সেবা করে আসছি। এটা আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকের নুরুল আমিন খান সুরুজ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ভোটারদের জড়িয়ে ধরে তিনি ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, আমার পক্ষে সাধারণ মানুষ মাঠে নেমেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত হবে। আগামী ২১ মে সবাইকে সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন পুরো দিন।
এইচকেআর
